রেশনে দেওয়া হচ্ছে পোকা ধরা গম, অভিযোগ উপভোক্তদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

রেশন দোকানের সম্মুখে উপভোক্তারা।
রেশন দোকানের সম্মুখে উপভোক্তারা।

পশ্চিম বর্ধমান, এনবিটিভি: পোকা ধরা গম দেওয়ার অভিযোগ উঠলো রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চয়নপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগের পর বুধবার সকাল থেকে গম দেওয়া বন্ধ করে দেন ওই রেশন ডিলার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চয়নপুর গ্রামের পরেশ চন্দ্র সেনের রেশন ডিলার থেকে যে গমগুলি দেওয়া হচ্ছে তা প্রায় ব্যাবহারের অযোগ্য পোকা ধরা। স্থানীয়দের অভিযোগ রাজ্য সরকার ভাল গম পাঠালেও রেশন ডিলাররা সেই গম বিক্রি করে, খারাপ পোকা ধরা গম সধারণ মানুষকে দিচ্ছে।অন্যদিকে রেশন ডিলারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, “ডিলার থেকে আমাদের যে ধরনের গম পাঠানো হয় আমরা সেই গম প্রদান করি”।

তবে সালানপুর ব্লকের রেশন অফিসার সুব্রত নস্কর কাছ থেকে এবিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর