এনবিটিভি, ওয়েব ডেস্ক: জোর বিতর্ক তামিলনাড়ুতে! “বিআর আম্বেদকরের ছবিই লাগানো যাবে না আদালত চত্বরে” এমনই সিদ্ধান্ত নিলো মাদ্রাস হাইকোর্ট। আদালত চত্বরে শুধু মহাত্মা গান্ধী আর বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুভারের ছবি লাগানো যাবে।
জানা গিয়েছে, এর আগে বহুবার দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের মূর্তি ভাঙচুর হচ্ছে। আবার সেই ভাঙচুর করাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। অনেক সময় আবার দেখা যায় ভিন্ন মতে বিশ্বাসী আইনজীবীরাও মূর্তি বসানো বা ছবি লাগানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছেন। যা এড়াতেই এই সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত কোনও এক বা দু’জন বিচারপতি নেননি, মাদ্রাজ হাই কোর্টের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শুধু থিরুভাল্লুভার এবং গান্ধীজিকে এর ঊর্ধ্বে রাখা হয়েছে।