করোনা আবহে রোজগার বন্ধ মায়ের, অনটনের সংসার টানতে চা বিক্রি নাবালকের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201030-WA0006

এনবিটিভি: করোনা অতিমারীর মধ্যে বন্ধ মায়ের রোজগার। এই অবস্থায় আর্থিক সংকট থেকে পরিবারকে রক্ষা করতে রাস্তায় ১৪ বছরের সুরহান। সুবহানের মা একটি স্কুল বাসের পরিচারক হিসাবে কাজ করতেন। করোনার কারণে স্কুল বন্ধ। মায়ের রোজগারও বন্ধ। পরিবারকে সাহায্য করতে তাই চা বিক্রি করছে মুম্বইয়ের এই নাবালক।

১২ বছর আগে বাবা মারা যায় সুরহানের। তাই রোজগার করতে হয় তার মাকেই। সুরহান বলে,
আমরা আর্থিক সঙ্কটে পড়েছি। ভেন্ডি বাজারের একটি দোকানে চা বানাই। বিক্রি করি নাগপাড়া, ভেন্ডিবাজার সহ বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন 300-400 টাকা আয় করি। কোনওক্রমে সংসার চলে.
কতদিন এই নাবালককে টানতে হবে সংসারের জোয়াল? উঠছে প্রশ্ন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর