করোনা পজিটিভ দুই শিক্ষিকা! এসআইর ভুলের মাশুল গুনতে হল শিলচর গভর্নমেন্ট গার্লস হাইস্কুলকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200928-WA0011

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): সরকারী নির্দেশ অনুযায়ী সোমবার থেকে বিদ্যালয় খোলা হয়েছে ।এর পর থেকে ধীরে ধীরে ছাত্রীদের উপস্থিতি বাড়ছিল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে । ফলে শিক্ষকদের কাজে যোগ দিতে বলেন স্কুলের অধ্যক্ষা সোমা শ্যাম । বিমানে তেজপুর এবং গুয়াহাটি থেকে এসে কোয়ারেন্টাইনে না থেকে স্কুলে যোগ দিলেন দুই শিক্ষিকা। ক্লাসে উপস্থিত থাকা অবস্থায় জানা গেল দুজনেরই করোনা পজেটিভ। এবার দুই শিক্ষিকার সংস্পর্শে আসা সবাই পাঁচদিনের কোয়ারেন্টাইনে যাচ্ছেন। তার সাথে কোভিড টেষ্ট ও করাতে হবে। এতে স্কুল জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে শিক্ষিকাদের দায়িত্বজ্ঞানহিনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বহির্জেলায় থাকা দুই শিক্ষিকা পিংকিমনি পাঠক এবং মীনাক্ষী মেশ বৃহস্পতিবার বিমানে শিলচর আসেন। সেখানে তাদের বলা হয়েছিল, পাঁচদিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে। অন্ততঃ আরটিপিসিআর পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত তারা যেন কোয়ারেন্টাইনে থাকেন। তাদের স্যাম্পল সংগ্রহ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুই শিক্ষিকা অধ্যক্ষাকে জানান, বিমানবন্দরে তাদের রেপিড অ্যন্টিডেন্ট টেষ্ট করানো হয়েছে এবং সেখানে রেজাল্ট নিগেটিভ আসে। অধ্যক্ষা বিদ্যালয়ের পর্যবেক্ষণের আদেশ নিয়ে তাদের কাজে যোগ দিতে বলেন। গতকাল ক্লাস চলাকালীন গুরুচরন কলেজের কন্ট্রাক্ট টেষ্টিং সেন্টার থেকে জানানো হয় দুই শিক্ষিকার আরটিপিসিআর পরীক্ষার রেজাল্ট পজেটিভ। এতে প্রাথমিকভাবে স্কুলে আতংক ছড়িয়ে পড়ে। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদিন যারা স্কুলে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের করোনা টেষ্ট করা হবে এবং পাঁচদিনের কোয়ারেন্টাইনে থেকে তারপর ফিরবেন সকলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর