COVID-19 Update: দেশে দৈনিক সংক্রমণ কমে ৫০ হাজারের নীচে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-26 at 2.16.16 PM

এনবিটিভি ডেস্ক: দেশজুড়ে বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই যেমন একদিকে উঁকি মারছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তেমন আবার ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তবে এসবের মধ্যেই স্বস্তি দিচ্ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। দেশে ৫০ হাজারের নীচে নামল সংখ্যাটা।

চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করেছিল সংক্রমণ। কিন্তু লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নিচে। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। যা নিঃসন্দেহে ভালো খবর দেশবাসীর জন্য।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর