করোনার ভয়াবহতা ও তার নিয়ম নীতির ছবিই ফুটে উঠেছে মুর্শিদাবাদের ইসলামপুর মাঠপাড়ার বাঘাযতীন ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211005_161040

বিশ্বজিৎ কর্মকার, ইসলামপুর: পৌরাণিক যুগে সমুদ্র মন্থনের সময় উঠেছিল বিষ, যার কারণে ত্রাহি ত্রাহি রব উঠেছিল ব্রহ্মান্ড জুড়ে। আজ একবিংশ শতাব্দীতে এসেও যেন সেই পৌরাণিক যুগেরই পুনরাবৃত্তি। করোনা মহামারিতে শোচনীয় অবস্থা দেশবাসীর। আর সেই ছবিই ফুটে উঠেছে মুর্শিদাবাদের ইসলামপুরের মাঠপাড়া সার্বজনীন দূর্গোৎসবে। তাদের এ বছরের থিম পৌরাণিক ও আধুনিক যুগের পরিত্রাতাগণ।

এবছর একুশ তম বর্ষে পদার্পন করেছে ইসলামপুর মাঠ পাড়ার পূজো। তবে এই অল্প দিনেই নজর কেড়েছে এখানকার দূর্গা পূজো। একেক সময় একেক থিমের পূজো ও তার মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিতে কখনোই ভোলে না তারা। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

করোনা কালে ডাক্তারের ভূমিকা,আর্থিক মন্দা থেকে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সব কিছুই উঠে এসেছে ওই পূজো মণ্ডপে। আর তা দেখতে মহালয়ার আগে থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে কচিকাঁচারা।

উদ্যোক্তাদের দাবী, প্রতিবারের ন্যায় এবারও দর্শকদের মন কাড়তে সক্ষম হবে ইসলামপুর মাঠপাড়ার দূর্গা পূজো।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর