দেশে মোট করোনা আক্রান্ত ৭,১৯,৬৬৫, মোট মৃত ২০,৬৪২

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200708-WA0020

এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২,৭৫২। এই নিয়ে পরপর ছয়দিন সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের বেশি। একদিনে মারা গিয়েছেন ৪৮২ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত ৭,১৯,৬৬৫ জন। মোট মৃত ২০,৬৪২ জন। সুস্থ হয়েছেন ৪,৫৬,৮৩১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, এখন সরকার পরীক্ষা, আক্রান্তের খোঁজ ও পজিটিভের ক্ষেত্রে সময়মতো চিকিৎসার উপরে জোর দিয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন সংক্রমিত ২,০০৮ জন, মৃত ৫০ জন। রাজধানীতে মোট আক্রান্ত ১,০২,৮৩১। মোট মৃত ৩,১৬৫।

এরই পাশাপাশি করোন রোগীর চাপ সামলাতে মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের সরকারি কোভিড হাসপাতালগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকেই রোগীদের সেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের অভাব মেটাতেই বেডপিছু ৬ থেকে ৮ হাজার টাকা দেবে সরকার। বেসরকারি ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সরাকির হাসপাতলে কাজ করতে বলা হয়েছে। মুম্বই পুরসভা পরিকাঠামোর ব্যবস্থা করবে, চিকিৎসার দায়িত্ব বেসরকারি সংস্থার। মুম্বইয়ে মঙ্গলবার করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৮০৬ জন, মোট আক্রান্ত ৮৬,১৩২। মৃত ৬৪ জন। মোট মৃত ৪,৯৯৯।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর