গত বছর নাগরিকত্ব বিল এর বিরোধিতায় অংশগ্রহণ করেছিল পপুলার ফ্রন্ট নাম একটি সামাজিক সংগঠন। সেই পপুলার ফ্রন্টকে নিয়ে মিথ্যা খবর করেছিল রিপাবলিক টিভি। সেই খবরের নিয়ে অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির বিরুদ্ধে মানহানির মামলা করেছিল সেই সংগঠন।
এবার পপুলার ফ্রন্ট এর সেই মানহানির মামলায় সাড়া দিয়ে কোর্ট রিপাবলিক টিভির চিফ অর্ণব গোস্বামী এবং অন্যান্য সাংবাদিকদের তলব করে কোর্ট।
পপুলার ফ্রন্ট এর পক্ষ থেকে কোর্টের এই তলবকে স্বাগত জানিয়ে একটি প্রেস বার্তায় জানায়, পপুলার ফ্রন্ট প্রতিষ্ঠার দিন থেকেই মানুষের অধিকারের জন্য ভারতীয় সংবিধানা অনুযায়ী লড়াই করে আসছে। এই লড়াইকে মেনে নিতে পারে না রিপাবলিক টিভির মোট কিছু হলুদ টিভি চ্যানেল। কোর্টের এই সিদ্ধান্ত আমাদের বিজয়।