ডিপোপাড়ায় আগাবেগ স্কুলে আসানসোল পৌরনিগমের উদ্যোগে কোভিড ভ্যাকসিন শিবির 

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোল পৌরনিগমের উদ্যোগে ডিপো পাড়ায় কোভিড ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হল। সোমবার আগাবেগ স্কুলে এই ভ্যাকসিন শিবির করা হয়েছে।

এদিনের শিবিরে ৩০০ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিনের ভ্যাকসিন শিবিরে পরিদর্শন করেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।জানা গিয়েছে, আসানসোল পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় কোভিড ভ্যাকসিন শিবিরের মাধ্যমে মানুষদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাই এদিনও ডিপো পাড়ায় আগাবেগ স্কুলে কোভিড ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়।

Latest articles

Related articles