
জৈদুল সেখ, কান্দিঃ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ। ছোঁয়া, রাজ্য প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ, খুন, সন্ত্রাস এরই প্রতিবাদে জীবন্তির মহলন্দীতে সিপিআইএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।
বৃহস্পতিবার বিকেলে মহলন্দী বাজারে সিপিআইএম এর এই থেকে দাবী ওঠে আনিস খান হত্যার ন্যায়বিচারের। এছাড়াও সিন্ডিকেট রাজ কেন চলছে সে নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধি নিয়েও সরব হতে দেখা যায় এদের।
পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় সরকারী হস্তক্ষেপ দাবী করেন তারা।