দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পদ থেকে অপসারণের মামলা তৃতীয়বারের মতো খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্ট।
বৃহস্পতিবার হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তের দায়ের করা মামলা খারিজ করে দেন আদালত।
কেউ মুখ্যমন্ত্রী থাকবেন কি না, তা আদালতের বিচার্য নয়। গণতন্ত্রই তা ঠিক করবে। গণতন্ত্রকে তার পথে চলতে দিন মন্তব্য করেন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন।
এর আগে আবগারি নীতি মামলায় ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। ইডির হেফাজত শেষে মুখ্যমন্ত্রী এখন তিহার জেলে বন্দী।
কেজরিওয়াল জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
এদিকে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য একাধিক মামলা করেছে বিজেপি। এ নিয়ে তৃতীয়বারের মতো কেজিরওয়ালকে অপসারণের মামলা খারিজ করে দিলেন আদালত।