৩০০ তাবলীগ জামাতের সদস্য করোনা রোগীদের বাঁচাতে রক্তের প্লাজমা দান করার জন্য প্রস্তুত
নিউজ ডেস্ক, এনবিটিভিঃ করোনা রোগীদের বাঁচাতে মানবীক তবলিক জামাত সদস্য। করোনা আক্রান্তদের রক্তের প্লাজমা দান করার আবেদন জানালেন তবলীগ জামাতের ৩০০ জন সদস্য। তাঁদের এই সিদ্ধান্তের কথা শুনে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।
রবিবার অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, ‘যাঁরা করোনাকে হারিয়েছেন তাঁরা এগিয়ে আসুন। আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্লাজমা দান করুন। আমরা সবাই করোনা ভাইরাসের ফলে তৈরি হওয়া এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছি। যদি আগামীকাল একজন হিন্দু রোগী আশঙ্কাজনক অবস্থায় থাকে, তাহলে কে জানে যে তিনি একজন মুসলিমের দেওয়া প্লাজমা থেকে সুস্থ হবেন না। অথবা যদি একজন মুসলিম রোগী গুরুতর অসুস্থ অবস্থায় থাকেন তাহলে তাঁকে হয়তো সুস্থ বাঁচাবেন কোনও হিন্দু।’
তবলিঘি জামাতের প্রধান মৌলানা সাদ বলেছিলেন, ‘করোনার সঙ্গে যুদ্ধে করে তবলিঘি জামাতের যে সদস্যরা সুস্থ হয়েছেন। তাঁরা সবাই এগিয়ে আসুন। এই মারণ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিজেদের রক্তের প্লাজমা দান করুন।’