লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘ইফতার প্যাকেজ’ বানালো পথশিশু নবজীবন ফাউন্ডেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1588036196628

এনবিটিভি: গোটা বিশ্বকে কোভিড ১৯ তথা করোনা ভাইরাস গ্রাস করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। যার ফলে দিন আনা দিন খাওয়া মানুষ রিকশাচালক,টোটো চালক, শ্রমিক, দিনমজুর ও অসহায়-দরিদ্র মানুষেরা সবাই গৃহবন্দি। ফলে খাদ্য সংকটে ভুগছেন অনেকেই।

ইতিমধ্যেই মুসলিমদের পবিত্র মাস রমজান মাসের রোজা শুরু হয়ে গেছে। খাদ্য সংকটে ভুক্তভোগী মানুষগুলো হয়তো ঠিকমতো সেহেরী ইফতারি করতে পারছেন না! তাই তাদের কথা মাথায় রেখে পথশিশু নবজীবন ফাউন্ডেশন এর পক্ষ থেকে “২০২০ রমজান প্যাকেজ” তৈরি করা হয়েছে।

পথশিশু নবজীবন ফাউন্ডেশনের সভাপতি এসএম ফাহাদ হোসাইন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “আবেগ থেকে নয়,মানবতাকে পুজি করে অনেক বড় সপ্ন নিয়েই এই পথে হাটা শুরু করেছি। নিজের সর্বচ্ছো দিয়ে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর।
বাবার সেই সামর্থ্য না থাকায় আপনাদের দুয়ারে আঘাত করতে থাকি বারবার।।
বিশ্বাসের সাথে আপনাদের দেওয়া অনুদান গুলোকে ভালোবাসায় রূপান্তর করে পৌঁছে দিচ্ছি অসহায় ও ছিন্নমূল মানুষের দূয়ারে।”

তিনি দেশের মানুষ কে অনুরোধ করেছেন, আপনারা ‘পথশিশু নবজীবন ফাউন্ডেশন’ যুক্ত হয়ে ছিন্নমূল মানুষের সহযোগী হয়ে উঠুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর