বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর স্টেশন।
সকালে স্টেশনে স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই, তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার কথা বলা হয়েছে। কিন্তু ট্রেন ও বাস বন্ধ রয়েছে এখনো। যার জেরে কর্ম ক্ষেত্রে পৌঁছতে না পেরে আর্থিক অনটনের মুখে পড়ছেন মধ্যবিত্ত সাধারণ যাত্রীরা। শিয়ালদা দক্ষিণ শাখার মানুষদের কলকাতায় আসার একমাত্র ভরসা ট্রেন পথই। সেই অংশের যাত্রীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার কিছু ট্রেন যাতে চালু করা হয়। এই নিয়েই শুরু হয়েছে বিক্ষোভ।
যাত্রীদের সঙ্গে দফায় দফায় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলে পাল্টা নিজেদের অবস্থা তুলে ধরেন যাত্রীরাও। সোনারপুরে পরিস্থিতি এখনও উত্তপ্ত, আলোচনার মাধ্যমে পথ খোঁজার চেষ্টা করছেন রেল কর্তারা।