নদীয়ার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ প্রাণী বিকাশ কর্মীদের বিক্ষোভ একাধিক দাবি-দাওয়া নিয়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220304_190732

সুরজিৎ দাশ,নদীয়া :- ব্রুসেলা এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ায় সাধারনত আক্রান্ত হয় গবাদী প্রাণীরা। আর এই গবাদী প্রাণীদের টিকাকরণের সময় আক্রান্ত হতে পারে প্রানী চিকিৎসকরাও। দ্রুত চিকিৎসা হলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যায়। কিন্তু চিকিৎসায় দেরী হলে অরগান ফেলিয়র হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে। আর ব্রুসেলায় আক্রান্ত কিনা যাচাই করার জন্য রক্ত পরীক্ষার জন্য ছুটতে হয় কলকাতায়।আর তাই নদীয়ার কৃষ্ণনগরে ব্রুসেলা ভাইরাস নিয়ে আন্দোলন শুরু করলেন প্রানী বিকাশ কর্মীরা।

“পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ ইউনিয়নের” অনেক সদস্যরা এই দিন ব্রুসেলায় আক্রান্ত হয়েই আন্দোলনে যোগ দেয়। এছাড়াও বহু প্রাণী বন্ধু , প্রাণী সেবী , প্রাণী মিত্রা , ওএ. আই. ওয়াকারের সঙ্গে যুক্ত কর্মীরা কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠ থেকে রেলি করে প্রাণী বিকাশ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন করেন।এবং সেখানে একটি ডেপুটেশন দেন।
তাদের আন্দোলনের মূল দাবি গুলি হল,
1 / ব্রুসেলা মুক্ত কিনা ব্লাড টেস্ট করা হোক ।
2 / ব্রুসেলা আক্রান্তদের জন্য মানবিক দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং দ্বিতীয়বারে আক্রান্ত হলে কি করবেন তাহা তাদের জানাতে হবে ।
3 / প্রত্যেককে কাজ করার জন্য এপারমেন্ট লেটার ও আই কার্ড দিতে হবে ।
4 / মাসিক কুড়ি হাজার টাকার অনারিয়াম চালু করতে হবে ।
5 / লক্ষ টাকার মেডিসিন ক্লেম দিতে হবে ।
6 / 10 লক্ষ টাকা জীবন বীমা দিতে হবে ।
7 / মৃত্যুর পরে সেই পরিবার থেকে নিয়োগ ব্যবস্থা করতে হবে ।

এ ছাড়াও একাধিক দাবি-দাওয়া নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।আন্দোলনকারীদের দাবির ইতিমধ্যে 26 জনের বেশি আক্রান্ত হয়েছেন এই ব্যাকটেরিয়ায়।তাই অবিলম্বে তাদের সমস্ত দাবি মেনে নিতে হবে যদি না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর