রাস্তা কাজে কারচুপি,PWD-র গাড়ি আটকে বিক্ষোভ জনগণের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210107-WA0022

সামিম গাজী,এনবিটিভি,ভাঙড়: ভাঙ্গড় টু পাকাপোল আবু হুদা রোড দীর্ঘ সাত বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, ভোট আছে ভোট যায় কিন্তু রাস্তা সারাই হয়না।কখনো ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন কখনো স্থানীয় গ্রামবাসী রাস্তায় নেমে আন্দোলন করেছেন ।যার ফলে দীর্ঘ বঞ্চনার পর অবশেষে রাস্তা মেরামতের প্রায় 19 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই রাস্তার কাজ শুরু হতেই এবার কারচুপির অভিযোগ তুলে রীতিমত বিক্ষোভে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত রাস্তা 18 ফুট রাস্তা হওয়ার কথা হলেও কোথাও 12 ফুট কোথাও ১৬ ফুট কম-বেশি করা হচ্ছে। গতকাল স্থানীয়রা বিডিও সঙ্গে আলোচনা করলেও কোন সুরাহা মিলেনি,। ফলে আজ পিডব্লিউডির গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

ভাঙড় ২ নং ব্লক আধীকারিক জানিয়েছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি।
ভাঙ্গড়ের রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে শাসকের বিরুদ্ধে বারবার ক্ষোভে ফুঁসেছে সাধারন মানুষ । সে রাস্তা মেরামতের কাজ শুরু দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়রা যা বিক্ষোভ দেখিয়েছ,তাতে শাসকের ভোটে টান পড়তে পারে বলে মনে করছে বিরোধীরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর