ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ বিলি,পূর্ব বর্ধমানের মন্তেস্বর ব্লকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200819-WA0016

এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: আজ পূর্ববর্ধমান জেলার মন্তেস্বর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মশার লার্ভা ধ্বংসকারী গাপ্পি মাছ বিলি করা হয়েছে। মন্তেশ্বর ব্লক মৎস্য আধিকারিক দূর্বাদল ভট্টাচার্য জানান, এদিন প্রায় আড়াই হাজার গাপ্পি মাছ ব্লকের তেরো টি পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মাছগুলি বিভিন্ন এলাকার নালা ও জল জমে থাকা আবর্জনা যুক্ত স্থানে ছাড়া হবে। বিতরণ পর্বে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও বিপ্লব কুমার দত্ত,সহ কারী বিডিও সমীর কুমার হালদার,
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর