মালদাঃ-বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল পাঁচটি দোকান।দমকল কর্মীদের তৎপরতা আগুনে থেকে রেহাই পেল গোটা বাজার।সোমবার রাত প্রায় নটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল দৈনিক বাজারে।রাতে দোকান ঘর থেকে দাউদাউ করে জ্বলে ওঠা আগুন নজরে আসে স্থানীয়দের।তারপরেই শুরু হয় হইচই।ঘটনাস্থলে ভিড় জমান অনেকেই।মুহুর্তের মধ্যেই খবর দেওয়া হয় দমকলকে।সময়মতো দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে।তবে বাজারের সব দোকান আগুন থেকে রেহাই পেলেও চারটি মুদিখানার দোকান ও একটি সব্জী দোকান পুড়ে ছাই হয়ে যায়।ছাই হয়েছে লক্ষ লক্ষ টাকার মুদি সামগ্রী। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী নিরুপম তালুকদার দাবী করেছেন,তার দোকানে প্রায় চার লক্ষ টাকার সামগ্রী মজুত ছিল।সবটাই পুড়ে ছাই হয়েছে।রীতিমতো মাথায় হাত পড়েছে ওই ব্য্যবসায়ীর।এছাড়াও আরোও চারটি দোকানে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনায় দমকল কর্মীদের কুর্নিশ জানিয়েছে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা।দমকলের অনুমান,চাঁচল বাজারে খুব ঘন হয়ে দোকানগুলির অবস্থান হওয়ায় শর্টশার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।হঠাৎ এহেন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে।
Popular Categories