আবারো বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের, ‘গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই’‌

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

dilip-ghosh-jpg_1200x900xt-1

 

নিউজ ডেস্ক : আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। তারপরই গোটা দেশের নজর থাকবে ভবানীপুরের দিকে। মূলত, দিদির প্রধানমন্ত্রীর আসনে অসীন হবার লক্ষ্য ঠিক করে দেবে ভবানীপুরের এই উপনির্বাচন। আবার এই উপনির্বাচনে দিদি হারলে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হতে পারে তাঁকে। এবং দিদিকে হারানোর লক্ষ্যে অসীন থেকে বঙ্গ বিজেপি নেমে পড়েছে কোমর বেঁধে। যার জেরে এদিন ভবানীপুর যদুবাবুর বাজারের ভোট প্রচারে নামতেই তুমুল উত্তেজনা ছড়াল। মূলত, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন শেষবেলার প্রচারে আসেন দিলীপ ঘোষ। সেইসময়ই দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-‌সমর্থকরা। খবর পেয়েই যদুবাবুর বাজারে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দীনেশ ত্রিবেদী। দিলীপ বাবুর অভিযোগ, তৃণমূল কর্মী-‌সমর্থকরা আমাদের প্রচারে বাধা দেয়। তৃণমূল কর্মীদের আক্রমণে আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। আমাকেও ধাক্কা দেওয়া হয়।’‌

এর পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানান। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই।’‌

প্রসঙ্গত, এদিন ভবানীপুরে অর্জুন সিংয়ের প্রচারেও বাধা দেয় তৃণমূল কর্মী-‌সমর্থকরা। অর্জুন সিংকে ঘিরে ‘‌গো ব্যাক’‌ স্লোগান তুলতে থাকেন তৃণমূল সমর্থকরা। অর্জুন সিং বলেন, ‘‌বাংলায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে তৃণমূল।’‌

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর