আব্দুস সামাদ,জঙ্গিপুর:– তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনা ১৭/০২/২০২১ অর্থাৎ নিমতিতা কাণ্ডের ঘটনার এন আই এ , কলকাতার বিশেষ আদালতে ২৪/৮/২১ চার্জশিট পেশ করেছেন। এন আই এ -এর বিশেষ আদালতে যে চার্জশিট পেশ করেছে তাতে সন্তুষ্ট নন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।
প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের দাবি,নিমতিতা বোমা বিস্ফোরণ কাণ্ডে বড় ধরনের হাত, ও বড় মাথা কাজ করেছে । বড় মাথা,বড় প্ল্যান মাফিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে ছিলো। এই বিস্ফোরণের যাদের হাত রয়েছে সেই অভিযুক্তদের অর্থাৎ দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, সে রাজনৈতিক নেতা হউক বা বড়ো মাপের ব্যাক্তি। দাবি নিমতিতা কাণ্ডে আহত তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের। ওইদিন (১৭/২/২০২১) নিমতিতা জংশন রেল স্টেশনে বোমা বিস্ফোরণে তৎকালীন মন্ত্রী জাকির হোসেন সহ ২৭ জন গুরুতর জখম হন । কারো হাত গিয়েছে , কারো পা গিয়েছে । অনেকের ভবিষ্যৎ অনিশ্চয়তা । প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন তিনি নিজেও এখনও সম্পূর্ণ সুস্থ নন ।।
মন্ত্রীর দাবি, আরও বড় মাথা প্লান মাফিক কাজ করেছে । বড় মাথা’দের চার্জশিটে নাম নেই কেন ? বড় মাথা’দের কঠোর শাস্তি চাই । তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো । অভিযোগ বর্তমান প্রাক্তন মন্ত্রীর । তাহলে কি , সি . বি . আই . এর দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন? তা সময় বলবে।