এনবিটিভি ডেস্ক : আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচপুকুর গ্রামে ১৪৪ নং বুথে রাস্তা তৈরিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ সরকারী নিয়ম অনুযায়ী রাস্তা তৈরী হচ্ছে না । তাদের অভিযোগ এই রাস্তা সরকারী নিয়ম অনুযায়ী ১২ ফুট চওড়া ও ১ ফুট পুরু বা মোটা হবে।
সেখানে ১২ ফুট চওড়ার পরিবর্তে ৮ ফুট চওড়া ও ১ ফুট পুরু ( ৬ ইঞ্চি ইট ও ৬ ইঞ্চি ঢালাই) পরিবর্তে ৪ ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এমনকি কোনো ইট দেওয়া হচ্ছেনা ঢালাইয়ের নিচে।
গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান আমরা ভাঙ্গড়ের বিডিও আধিকারিকের কাছে জানাবো, তার পরেই এই রাস্তার কাজ শুরু হবে।