রাস্তা তৈরিতে মানা হচ্ছে না সরকারী নিয়ম, বিক্ষোভ এলাকাবাসীর

এনবিটিভি ডেস্ক : আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচপুকুর গ্রামে ১৪৪ নং বুথে রাস্তা তৈরিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ সরকারী নিয়ম অনুযায়ী রাস্তা তৈরী হচ্ছে না । তাদের অভিযোগ এই রাস্তা সরকারী নিয়ম অনুযায়ী ১২ ফুট চওড়া ও ১ ফুট পুরু বা মোটা হবে।

 

সেখানে ১২ ফুট চওড়ার পরিবর্তে ৮ ফুট চওড়া ও ১ ফুট পুরু ( ৬ ইঞ্চি ইট ও ৬ ইঞ্চি ঢালাই) পরিবর্তে ৪ ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এমনকি কোনো ইট দেওয়া হচ্ছেনা ঢালাইয়ের নিচে।
গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান আমরা ভাঙ্গড়ের বিডিও আধিকারিকের কাছে জানাবো, তার পরেই এই রাস্তার কাজ শুরু হবে।

Latest articles

Related articles