দুমাসে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে করোনা আক্রান্ত ৭৪৩ কর্মী, মৃত্যু তিনজনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200810-WA0037

এনবিটিভি ডেস্ক: বিগত দুই মাসে তিরুপতি মন্দিরের ৭৪৩ কর্মী করোনা আক্রান্ত! মৃত্যু হয়েছে তিনজনের। এমনটাই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশেই তিরুমালা-তিরুপতি দেবস্থানমের (টিটিডি) কর্তৃপক্ষ।

টিটিডির চিফ এগজিকিউটিভ অনিলকুমার সিংহল জানিয়েছেন, তিরুপতি মন্দিরে শুধু নয়, গোটা অন্ধ্রপ্রদেশেই সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, লকডাউনে বন্ধ তিরপতির এই মন্দির বন্ধ রইলেও গত ১১ জুন ফের খুলে দেওয়া হয় মন্দির। তার পর থেকেই সংক্রমণ শুরু হয় মন্দিরের কর্মীদের মধ্যে।

টিটিডির চিফ এগজিকিউটিভ অনিলকুমার সিংহল জানান, ১১ জুন মন্দির খোলার পর থেকে এখনও পর্য়ন্ত মোট ৭৪৩ জন কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে অবশ্য ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। ৩৩৮ জনের চিকিৎসা চলছে টিটিডির তিনটি রেস্ট হাউসে। আক্রান্তদের মধ্যে তিন জনের মৄত্যু হয়েছে। আক্রান্তদের জন্য সবচেয়ে ভাল ব্যবস্থাপনা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর