অনুব্রতকে ভোটের আগে নজরবন্দী!বিজেপির দালালি করছে কমিশন,বলল তৃণমূল কংগ্রেস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210427_125157

নিউজ ডেস্ক : আগামী ২৯ শে তারিখে রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর এই দফাতেই ভোট গ্রহণ করা হবে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। তার আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। করোনা পরিস্থিতি আর নিজের স্বাস্থ্যের দোহাই দিয়ে সিবিআইকে পাশ কাটিয়ে যান তিনি। কিন্তু এবার আসরে একই কাজে নেমে পড়ল নির্বাচন কমিশন। আজ বিকাল পাঁচটা থেকে ভোটের পরের দিন অর্থাৎ ৩০শে এপ্রিল তারিখ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

 

এই ঘটনায় ক্ষুব্দ রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষ আরো একবার নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে দালালী করছে তা প্রমাণের জন্য এটা দেখার পর আর কিছু লাগেনা। বিজেপির বহু নেতা দিনের পর দিন সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত এবং হিংসা ছড়ানোর জন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য দিলেও তাদের নজর বন্দি করার হুকুম দেয়নি নির্বাচন কমিশন কিন্তু এক্ষেত্রে কোনো কারণ ছাড়াই অনুব্রত মণ্ডল কে নজর বন্দী করছে তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর