ভোটের মুখে একের পর এক তৃণমূল নেতা-প্রার্থীকে তলব করছে ইডি-সিবিআই। কয়লা-গরু পাচারের পাশাপাশি সারদা-সহ অন্যান্য চিট ফান্ড সংক্রান্ত মামলাতে ভোটের মুখে ব্যাপক তত্পরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে তলব করা হয়েছিল। এবার সারদা মামলায় নোটিস পাঠানো হল জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তাকে।
জানা গিয়েছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদকে আগামী সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজি হতে বলা হয়েছে। সূত্রের খবর, সুদীপ্ত সেনের সারদা চিট ফান্ড কোম্পানির ম্যাগাজিন ছআপা হত বিবেক গুপ্তার প্রকাশনা সংস্থা থেকে। তখন সারদার সঙ্গে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছিল বিবেক গুপ্তার। তিনি চিট ফান্ড সংস্থা থেকে কত টাকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল সেই সংক্রান্ত তথ্য জানতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তৃণমূল প্রার্থীকে।