এনভিটিভি, ওয়েবডেস্ক: যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ফের তলব ইডির। ৫ জুলাই ফের তলব করা হয়েছে তাঁকে। ওই দিন বেলা ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার জিজ্ঞাসাবাদ পর্বের পর বেরোবার আগে তাঁকে ফের নোটিস দেওয়া হয়েছে। এদিন তাঁকে সাড়ে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতার হওয়া তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রের কারণে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে তলব করেছিল ইডি।