পঞ্চায়েতে হবে ডিজিটাল লেনদেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

UPI-696x435

এনভিটিভি, ওয়েবডেস্ক: দেশের সমস্ত পঞ্চায়েতেই এবার থেকে হবে ডিজিটাল লেনদেন। আগামী ১৫ আগস্ট চালু হবে এই পদ্ধতি। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের চিঠিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশিষ্ট ব্যক্তি, বিধায়ক, মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই পদ্ধতি চালু করতে হবে রাজ্যগুলিকে। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই ৯৮ শতাংশ পঞ্চায়েতে ইউপিআই পদ্ধতি চালু হয়েছে। তাঁর কথায়, “পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ১.৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। এখন থেকে পঞ্চায়েতের আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধিতেত করা হবে। নগদ এবং চেকের মাধ্যমে লেনদেন প্রায় বন্ধ হয়ে গিয়েছে।” পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে পঞ্চায়েতগুলিকে বৈঠক করতে বলা হয়েছে। গুগুল পে, ফোন পে, পেটিএম, ভিম, হোয়াটসঅ্যাপ পে, আমাজন পের মাধ্যমে লেনদেন করা যাবে। কোন পঞ্চায়েত কোন প্লাটফর্মের মাধ্যমে লেনদেন করবে, ৩০ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর