‘নির্বাচনী বন্ড ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি’

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

15

নির্বাচনী বন্ড ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। দুর্নীতির ফল মোদী সরকারকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য প্রভাকার সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারই নির্বাচনী বন্ড চালু করেছিল। শিল্পপতিরা স্টেট ব্য়াংকের মাধ্য়মে এই বন্ড কিনতেন। যাঁরা কিনতেন তাঁদের নাম পরিচয় গোপন রাখা হত। নাম পরিচয় গোপন রাখা নিয়েই আপত্তি জানায় বিরোধীরা। মামলা শুরু হয় সুপ্রীম কোর্টে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ
লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ড বাতিলের নির্দেশ দেন।

আদালত জানায়, ‘নির্বাচনী বন্ড অসাংবিধানিক’। বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এবার বন্ড নিয়ে সরকারকে সতর্ক করলেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর