অপেক্ষার অবসান!বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন ডোমকলে

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদ: দীর্ঘদিন থেকেই এলাকাবাসীর ইচ্ছা ছিল ডোমকলে একটি ইলেকট্রিক চুল্লির। অবশেষে তা পূরণ হল।

এদিন ডোমকলের ভাতসালাই এ একটি ইলেকট্রিক চুল্লির উদ্বোধন করা হল। এ প্রসঙ্গে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ,মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সহ আরো অনেকে।

স্থানীয়রা জানায়,”এর আগে চুল্লির জন্য মানুষকে প্রায় তিরিশ কিমি দূরে বহরমপুরে যেতে হত। সাধারণের কাছে অনেক সময় তা সময় সাপেক্ষ ও ব্যয় বহুল ও বটে”। অবশেষে ডোমকলেই ইলেকট্রিক চুল্লি চালু হওয়াই মুখে হাসি ফুটেছে স্থানীয়দের। শুধু স্থানীয় নয় আশেপাশের সীমান্তবর্তী এলাকার মানুষরাও এর সুবিধা পাবে বলে মনে করছেন সকলে।

Latest articles

Related articles