ড্রাইভারবিহীন চার চাকা তৈরি করে তাক লাগিয়ে দিল পুণের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-08-12 at 12.36.01 PM

পুণের এমআইটির ওয়ার্ল্ড পিস বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৈরি করল ভারতের প্রথম ড্রাইভারবিহীন গাড়ি। এই চালকবিহীন ইলেকট্রিক চার চাকাটি ঘণ্টায় ৪০ কিমি গতিতে চলতে পারবে। এয়ারপোর্ট, গলফ কোর্স সহ বিভিন্ন স্থানে ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, সারা বিশ্বে ড্রাইভারবিহীন গাড়ি তৈরি নিয়ে প্রতিযোগীতা চলছে ট্যাক্সি বুকিং সার্ভিস উবের এবং গুগল এর ট্রান্সপোর্ট ডিভিশন ওয়েমো এর মধ্যে।

ইলেকট্রিক কার নির্মাতা টেসলা তাদের গাড়িতে অটোপাইলট মোড রেখেছে যেখানে গাড়ি নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে পারে। ফোন নির্মাতা অ্যাপল ড্রাইভারবিহীন গাড়ি তৈরি করছে বলে জানা গেছে।

এই গাড়ি তৈরিতে সাহায্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং অধ্যাপক প্রকাশ যোশী এবং অধ্যাপক ডঃ গণেশ এম কাকানডিকার।

অধ্যাপক প্রকাশ যোশী জানান, একবার চার্জ দিয়ে এই চালকবিহীন ইলেকট্রিক গাড়িটি ৪০ কিমি  চলতে পারবে। এয়ারপোর্ট, গলফ কোর্স সহ বিভিন্ন স্থানে ব্যবহার করা যেতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর