এনবিটিভি, ওয়েব ডেস্ক: তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ ট্রফির লড়াই জমিয়ে দিল ইংল্যান্ড। চারদিনের মধ্যেই ৩ উইকেটে ম্যাচ জিতেছে তারা। অ্যাশেজে এখন ২-১ ফলে এগিয়ে অস্ট্রেলিয়া।
জয়ের জন্য প্রয়োজনীয় ২৫১ রান তুলতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে ইংল্যান্ড। তবে কঠিন সময়ে জয়ের মঞ্চ তৈরি করে দেন হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওকস। তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজের লড়াই আরও জমিয়ে দিলেন বেন স্টোকসরা।