এনবিটিভি: পুণের পর এ বার ওড়িশা। সোনার মাস্ক পরে শিরোনামে কটকের অলোক মহান্তি। ৯০ থেকে ১০০ গ্রাম সোনা দিয়ে মাস্ক বানিয়েছেন তিনি। সময় লেগেছে ২২ দিন। একটি এন-৯৫ মাস্কের উপর সোনা দিয়ে মুড়িয়ে নতুন মাস্ক তৈরি হয়েছে যার দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা।
পুণের বাসিন্দা শঙ্কর কুরাদের মতোই ছোট থেকে সোনা পরার ঝোঁক রয়েছে অলোক মহান্তির। গত ৩০-৪০ বছরে সোনার প্রতি আকর্ষণ আরও বেড়েছে তাঁর। গলায় একগাদা মোটা সোনার চেন, আঙুলে বাহারি আঙটি, কবজিতে ব্রেসলেট—-সব মিলিয়ে অলোক একেবারেই ‘গোল্ড ম্যান’। তিনি জানিয়েছেন, শঙ্কর কুরাদের সোনার মাস্ক আর সুরাটের দোকানে যে হিরেখচিত মাস্ক পাওয়া যাচ্ছে সেসব দেখেই নিজের জন্য সোনার মাস্কের অর্ডার দেন অলোক।