বাড়িতে ইট ছোঁড়ার প্রতিবাদ করায় আক্রান্ত পরিবার,পলাতক দুষ্কৃতীরা

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভিঃ  বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে ঢিল ছোঁড়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবারের দুই মহিলা সহ এক ব্যাক্তি। আক্রান্ত জেসমিন খাতুন জানান, গতকাল রাত ৮ টার সময় তিনি বাথরুমে যাওয়ার সময় লক্ষ্য করেন তাদের বাড়িতে কেউ ইট ছুঁড়ছে।

এরপর ঘটনাটি বাড়ির লোককে বলার পর, মহিলার ভাসুর কুরবান শেখ বাইরে গিয়ে দেখতে গেলে দুষ্কৃতীরা পলাতক হয়ে যায়। এরপর আচমকাই দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা করে। সাবল ও কুড়ুল নিয়ে তাদের এলোপথারি কোপাতে শুরু করে। পরিবারের আরও দুই ব্যক্তি প্রাণ ভয়ে ঘরের দরজার আটকে বসে থাকে। যারা বাইরে ছিলেন তারা প্রত্যেকেই আক্রান্ত হন।

এরপর তাদের চেঁচামেচিতে আশে পাশের লোকজন জড়ো হলে দুষ্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর গভীর রাতে শান্তিপুর থানায় দারস্থ হয় ওই পরিবারের লোকজন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Latest articles

Related articles