পূর্বপরিকল্পিত ছিল কৃষক মৃত্যুর ঘটনা! সিটের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

348941-7

উদ্দেশ্য ছিল কৃষকদের খুন। একথা জানিয়ে দিল বিশেষ তদন্তকারী দল সিট। আঙুল তুলল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের জেলবন্দি ছেলে আশিসের দিকেই। তাঁর বিরুদ্ধে নতুন চার্জ আনারও বিচারককে লিখিত আর্জি জানিয়েছে সিট। আশিস মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই খুন এবং ষড়যন্ত্রের চার্জ আনা হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ‘‌খুনের চেষ্টার’‌ চার্জ আনার আর্জি জানিয়েছে সিট। নতুন বছরেই উত্তরপ্রদেশে ভোট। আর দু’‌–তিন মাস বাকি। তার আগে সিট–এর এই রিপোর্টে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বিজেপি–র। কারণ আশিসের বাবা অজয় মিশ্র এখনও মোদির মন্ত্রিসভার সদস্য। এই ইস্যু নিয়ে বিরোধীরা নির্বাচনী প্রচারে প্রবলভাবে আক্রমণ করবে বিজেপি–কে। ৮ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদ করছিলেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের সমাবেশের বিরুদ্ধে। তখনই বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে এসইউভি গাড়ি চালিয়ে দেন আশিস মিশ্র।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে যোগী আদিত্যনাথ সরকারের তদন্তের শ্লথ গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের তরফে জমা দেওয়া পরপর দু’টি ‘স্টেটাস রিপোর্ট’‌ নিয়েও বিস্তর ক্ষোভ উগরে দিয়েছিল শীর্ষ আদালত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর