গেরুয়া শিবিরে গিয়েই গুন্ডামী করার হুমকি ফাটা কেস্ট’র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

bf9338c7b297

নিউজ ডেস্ক : গেরুয়া শিবিরে প্রবেশ করেছেন কিছুদিন আগে। এরই মধ্যে তার দলের অনেক সভাপতির মতো গুন্ডামী করার ভাষা রপ্ত করে নিয়েছেন ফাটা কেষ্ট। রবিবাসরীয় ব্রিগেড মঞ্চে দাঁড়িয়ে ‘এক ছোবলেই ছবি’র পর আবারও বিতর্কিত মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর। এবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন মিঠুন।

 

ঠিক কোন প্রসঙ্গে বলেছেন! জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বিঁধতেই এমন বেফাঁস মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী, আবার সরকারে এলে প্রতি মাসের এক তারিখে বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাবে সকলের। মিঠুনের দাবি, পয়লা তারিখে ৬ কোটি লোককে রেশন পৌঁছতে আরও ৬ কোটি লোককে প্রয়োজন। এভাবে কোটি টাকা দলে আসবে বলেই এই প্রকল্প চালু করতে চাইছে তৃণমূল। বর্ধমানের মানুষদের মহাগুরু পরামর্শ দেন, এই প্রকল্প প্রত্যাখ্যান করার। এও জানান, লাইনে দাঁড়িয়ে সকলে যেন রেশন তোলেন। যদি এক গ্রামও কম থাকে, তৎক্ষণাৎ ‘ফাটাকেষ্ট’কে যেন ফোন করেন তাঁরা। একটা ফোনেই তিনি হাজির হবেন।

 

এর পরেই এই নিজের ছেলেকে গ্রেফতারের হাত থেকে বাঁচতে রাজনীতিতে যাওয়ার অভিযোগে বিদ্ধ ফাটা কেষ্ট বলেন, তৃণমূল রাজনীতির নামে ব্যবসা করছে। রাজনীতি ব্যবসা করার জায়গা নয়। রাজনীতি মানে সেবা। সাধারণ মানুষ যাতে সরকারের ভিক্ষা না নেয় সেই পরামর্শ দিয়েই তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘সবকটার পাখনা কাটব…সব ভাল বিজনেস জুড়ে বসেছ না!’ সেখানেই শেষ নয়, বিজেপির একাধিক প্রতিশ্রুতি আরও একবার স্মরণ করিয়ে তিনি আশ্বাস দেন বিজেপি ক্ষমতায় এলে, কথা দিয়ে কথা রাখবে তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর