এনবিটিভি নিউজ ডেস্ক, ২৬ জুলাই: আজ হরিণখোলা দরবার শরীফ “জুলফিকারীয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন” (জয়েফ) উদ্যোগে ২০২০ শিক্ষাবর্ষের মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী মোঃ মফিজুল্লাহকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী । তিনি বলেন জয়েফ সারাবছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে এইরকম কৃতি ছাত্রের পাশে জয়েফ আগামী দিন থাকবে। রাজ্যে তৃতীয় স্থান অধিকারী মোঃ মফিজুল্লাহ বলেন তিনি আগামী দিন আরবি নিয়ে গবেষণা করতে চান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনী, পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনী, পীরজাদা সাফিউল্লাহ হুসাইনী, মোহাম্মদ আশরাফুল, হানিফ সানা প্রমুখ।
ফাজিল পরীক্ষায় তৃতীয় মফিজুল্লাহকে সংবর্ধিত করলেন জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী
Related articles