ভোটের দিন সন্ত্রাসের আশঙ্কা! শাসক দলের বিরুদ্ধে পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দিল কংগ্রেস

সুরজিৎ দাশ, নদীয়া: রাত পোহালেই ভোট রাজ্যের একাধিক জায়গায়। নদীয়ার ১০টি পৌরকেন্দ্রে ভোটগ্রহণ হবে কাল। আর ভোটের আগেদিন শাসকদলের বিরুদ্ধে ভোটের দিন সন্ত্রাস চালানোর আশঙ্কা করে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস।

এদিন কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার প্রতিটি কংগ্রেস প্রার্থীর উপস্থিতিতে পুলিশ সুপারের একটি ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেসের জেলা সভাপতি অসীম সাহা অভিযোগ করেন, “ইতিমধ্যেই শাসকদলের নেতৃত্বে বেশকিছু বহিরাগতরা বিভিন্ন হোটেলে আস্তানা পেতেছে। এই প্রথম নয়, প্রতিটি ভোটে তৃণমূল কংগ্রেস তাদের দুষ্কৃতীদের এনে ভোট লুট করার চেষ্টা করে। ভোটের দিন সন্ত্রাস করে মানুষকে আতঙ্কিত করে ভোট বানচাল করে দেওয়ার পরিকল্পনা করে রাজ্যের শাসক দল”।

আগামীকাল আমরা আশঙ্কা করছি, তৃণমূলের বহিরাগত গুন্ডারা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে পারে। মূলত সেই কারণেই কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দিলাম। তিনি যেন আইনিভাবে তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যাতে ভোটের দিন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Latest articles

Related articles