ফের বাংলায় বদল লকডাউনের দিন, নতুন সূচি প্রকাশ নবান্নের

এনবিটিভি ডেস্ক: অগস্ট মাসে কবে কবে রাজ্য জুড়ে লকডাউন থাকবে সে ব্যাপারে ফের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। সোমবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ৫ ও ৮ অগস্ট পূর্ব ঘোষণা মতোই লকডাউন থাকবে। তবে ১৬, ১৭, ২৩, ২৪ তারিখের পরিবর্তে ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ তারিখ লকডাউন থাকবে।

গত ২০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, অগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ লকডাউন থাকবে রাজ্যে।

নবান্নের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনের আগের নির্ঘণ্ট প্রকাশ করার পর বিভিন্ন মহল থেকে অনেক আবেদন এসেছে। অনেক উৎসব পার্বণের দিন রয়েছে এ মাসে। তা ছাড়া বিভিন্ন জায়গার স্থানীয় মানুষের প্রথা বা অনুষ্ঠানও রয়েছে। সেই কারণেই লকডাউনের দিন বদল করা হল।

Latest articles

Related articles