ম্যানগ্রোভ গাছকে রাখি বন্ধন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200803-WA0012

এনবিটিভি,সাইফুদ্দিন মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা:– আজ সোমবার রাখি পূর্ণিমা। সুন্দরবনের কিছু অংশের মানুষ এদিন ম্যানগ্রোভ গাছকে রাখি পরিয়ে, চন্দনের ফোটা দিয়ে, শাঁখ-ঘন্টা বাজিয়ে দিনটি মহাসমারোহে পালন করলো। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১নং ব্লকের নিকারীঘাটা, গোসাবা ব্লকের আমতলী, ছোটমোল্লাখালি ও কুমিরমারি পঞ্চায়েতের চিমটা গ্রামের নদীর পাড়ের মানুষ রায়মঙ্গল নদীর ধারে ম্যানগ্রোভ বন্দনা করেছেন এদিন । মূল অনুষ্ঠানটি হয়েছে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাতলা নদীর পাড়ে।
মূলত ‘একশো দিনের কাজ’এর সঙ্গে যুক্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্য ও স্কুল পড়ুয়ারা এদিন স্কুলের পোষাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই ‘প্রকৃতি বরণ’ উৎসবে সামিল হয় । এই শ্রমিকরা সরকারি পরিকল্পনা মতো নদীর চরে ম্যানগ্রোভ নার্সারি তৈরি এবং চারা রোপণের কাজ করেন। নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাফুই বলেছেন, ‘ম্যানগ্রোভ আমাদের পরম বন্ধু। যাবতীয় ঝড়ঝাঞ্জার হাত থেকে ম্যানগ্রোভ গাছই নদী সংলগ্ন এলাকার মানুষজনকে রক্ষা করে। অক্সিজেন দিয়ে সবাইকে বাঁচতে সাহায্য করে। ওরাই আমাদের খুব কাছের আপনজন। তাই নিকট আত্মীয় হিসাবে ম্যানগ্রোভ গাছকে রাখি বেধে আমরা আরও আপন করে নিয়েছি ।’ এই প্রসঙ্গে, ‘একশো দিনের কাজ’ (এম জি এন আর ই জি এ) দপ্তরের জেলা আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, ‘ম্যানগ্রোভ সংরক্ষণ করার বিষয়ে সুন্দরবনের মানুষ যথেষ্ট সচেতন। তবে স্কুল পড়ুয়ারাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে,
তারাও বড়দের সঙ্গে সামিল হয়ে ম্যানগ্রোভ গাছকে রাখি বেঁধে আরও আপন করে নিয়েছে এতে আমি ভীষণ খুশি ।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর