এনভিটিভি, ওয়েবডেস্ক:কলকাতা বিমানবন্দরে আগুন। আতঙ্ক যাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। সূত্রের খবর, বুধবার রাত্রি ৯.২০ নাগাদ যাত্রীরা আচমকা সিকিউরিটি চেকিংয়ের জায়গায় ধোঁয়া দেখতে পান। আগুন লাগে বিমানবন্দরের থ্রি এ গেটের কাছে কনভেয়ার বেল্টে। কিছুক্ষণেই ধোঁয়ায় ঢাকে বিমানবন্দর। তৎক্ষণাৎ যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খালি করা হয় ইন্টারন্যাশনাল ডিপার্চার। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রয়েছে বিমানবন্দরের ৫টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জায়গা থেকে অন্যত্র আগুন যাতে ছড়িয়ে না পড়ে নজর রয়েছে সেদিকেই। দমকল বাহিনীর সঙ্গেই আগুন মোকাবিলায় বিমানবন্দরে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিমানবন্দরের পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
Related articles