গোলাম হাবিব, মালদা: একই পরিবারের পাঁচজন দৃষ্টিহীন সদস্য। মেলেনি কোনো সরকারি পরিষেবা। ভিক্ষা করে দিনযাপন করে ওই প্রতিবন্ধী পরিবার।
মালদা জেলার রাতুয়া ২ নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের ইসলামপুর গ্রামের বাবলুর পরিবারের ৫ ব্যক্তিই দৃষ্টিহীন। এতটাই অসহায় যে ভিক্ষা করে চলছে দিন। পরিবারের অভিযোগ মাসের শেষে রেশন ছাড়া কোনো সরকারি সাহায্য মেলানা তাদের অথচ রয়েছে প্রতিবন্ধী কার্ড। পূর্ব পুরুষের রেখে যাওয়া একফালি জমির ওপর মাটির কুঁড়ে ঘর, তার মধ্যেই অতি কষ্টে দিনযাপন করছেন ওই পাঁচ দৃষ্টিহীন প্রতিবন্ধী। কবে মিলবে সরকারী সাহায্য পথ চেয়ে বসে ওই পাঁচ প্রতিবন্ধী।
এই ব্যাপারে মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির বলেন, আমার এই বিষয়ে কিছুই জানা ছিলোনা আমি আপনাদের মাধম্যে খবর পেয়ে দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়াবো।

অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে একই পরিবারের পাঁচ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী সদস্য
Popular Categories