রাজিয়া সুলতানা
স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতা একটি মহান পেশা।এ পেশায় যেমন রয়েছে ঝুঁকি তেমনি রয়েছে সন্মান।
সংবাদপত্র সমাজের দর্পন এবং সাংবাদিকতা জাতীর বিবেক।একজন সৎ,নির্ভিক ও নিরপেক্ষ সাংবাদিক সমাজের কাছে সমাদৃত, তেমনি দূর্নীতিবাজ,সন্ত্রাসী,চোরাচালান,মাদক ব্যবসায়ী ও সমাজ বিরোধীদের কাছে আতংক।
সাংবাদিক হওয়ার জন্য শিক্ষার কোন মাপকাঠি না থাকলেও ভাষা এবং বানান সম্পর্কে সর্তক থাকা আবশ্যক।
এছাড়া যিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হতে চান,তাহার থাকতে হবে স্মার্ট,ও মেধাবী।
যেকোন পরিস্থিতিতে মোকাবেলা করার মতো সাহস ও ধৈর্য থাকতে হবে।
সাংবাদিকতায় অনুমান বা আবেগের স্থান নেই।
সংবাদ টি হতে হবে তথ্য নির্ভর।সংবাদের ভিতরে যিনি যতবেশি তথ্য দিতে পারবেন,তাহার সংবা
দ পাঠকের কাছে ততো বেশি গ্রহণ যোগ্য হবে।
সুতরাং, আজকে কার্ড নিলে কালকেই বড় সাংবাদিক হওয়া যাবেনা।এই জন্য সিনিয়র সাংবাদিকদের অনুসরণ ও অনুকরণ করতে হবে।
মানব জীবনে সকল বিষয়েই জানিবার আগ্রহ থাকিতে হবে।মনে রাখবেন,এই পেশায় আপনার একদিন আগে যিনি এসেছেন, তিনিই আপনার সিনিয়র।
তাহাকে সন্মান দিলে আপনি ছোট হবেন না,
বরং আপনার সন্মান বাড়িবে।আজকে আপনি জুনিয়র, কালকি আপনি সিনিয়র হবেন ভুলে যাবেন না।আপনাকেও একদিন অনেকেই অনুসরণ ও অনুকরণ করিবে।
টাকার পিছনে ঘুরলে টাকা কামানো যাবে, কিন্ত ভালো মানের সাংবাদিক হওয়া যাবেনা।
আপনি যখন দায়িত্বশীল হবেন,তখন টাকার অভাব থাকিবে না।
অতএব, আসুন আমরা সবাই মিলেমিশে বাংলাদেশ কে ভালো সাংবাদিকতা উপহার দেই।
দেশ ও জাতীর সেবায় নিজেদের বিলিয়ে দেই।
আমার কথার দ্বাড়া কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন।
সাংবাদিক এর কলম হউক দেশ ও মানুষের জন্য,
সত্য প্রকাশে কলম চলবে।
সারা বাংলাদেশে কোন সাংবাদিক এর বিরুদ্ধে অপরাধ শনাক্ত না করেই যদি কেউ বিরোধিতা ও নির্যাতন করে, বাংলাদেশে লক্ষ লক্ষ সাংবাদিক দের মানববন্ধন হবে এবং লক্ষ লক্ষ সাংবাদিকদের কলমে যুদ্ধ ঘোষণা চলিবে।
ধন্যবাদ
বেল্লাল হোসেন বাবু ভাই কে