১৯৮৩-র বিশ্বজয়ের অন্যতম সৈনিক যশ প্রয়াত, শোকের ছায়া ক্রিকেট মহলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-07-13 at 2.04.44 PM

প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।

ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান-সহ ১৬০৬ রান করেছেন তিনি। ন’টি অর্ধশত রান রয়েছে যশপালের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৭৮ সালে। এই ফর্ম্যাটে ৮৮৩ রান করেছেন যশপাল।

১৯৮৩-র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এর পাশাপাশি অ্যালান ল্যাম্বকে রান আউটও করেন।

রঞ্জি ট্রফিতে পঞ্জাব, হরিয়ানা ও রেলওয়েজের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন যশপাল। খেলা ছাড়ার পর বিসিসিআই-এর বিভিন্ন পদে ছিলেন তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর