৪৮ ঘণ্টার জন্য সাড়ে চার কোটি টাকা উট ভাড়া

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

 

সৌদি আরবে মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উট ভাড়া দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভাড়া হিসেবে তিনি পাচ্ছেন ২০ লাখ রিয়াল (চার কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা প্রায়)। বুধবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, উটগুলোর মালিক আব্দুল্লাহ বিন ওউদা। সৌদি আরবের ইতিহাসে উট ভাড়ার সর্বোচ্চ রেকর্ড এটি।

সৌদি ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহাদ বিন হিথলিন এক টুইটে বলেছেন, ‘আজ উটের বিশ্বে শব্দের প্রতিটি অর্থে একটি ঐতিহাসিক দিন। আব্দুল্লাহ বিন ওউদা ইঞ্জির সাথে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন করেছেন। এই ভাড়া কয়েক প্রজাতির উটকে মাত্র ৪৮ ঘণ্টার ভাড়ার জন্য।’

প্রসঙ্গত, আরব জীবনে যুগে যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উট। মরুভূমির এই বাহনটি সৌদি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। আরব জীবনে যাতায়াত, খাদ্য, বিনোদন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উট।

সূত্র : ডেইলি ইনকিলাব

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর