মাটি কাটতে মাটির নিচে থেকে বেরিয়ে এল নীলাভ স্বচ্ছ জলের স্রোত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201019-WA0040

এনবিটিভি ডেস্ক: কাজ চলছিল ফ্লাইওভার নির্মাণের । জামুড়িয়া থানার অন্তর্গত তপসি রেলগেট সংলগ্ন এলাকায়। সিঙ্গারণ নদীর উপর একটি ব্রীজ ও ফ্লাইওভার তৈরির কাজ চলছিল। ফ্লাইওভারের পিলার তৈরির জন্য মাটি কাটতে গিয়েই ঘটে আশ্চর্য ঘটনা। হটাৎ মাটি নিচ থেকে প্রচন্ড বেগে বেরিয়ে আসতে থাকে নীলাভ স্বচ্ছ জলের স্রোত । ঘটনার খবর চাউর হতেই উৎসাহী স্থানীয়রা ভিড় জমায় ভুগর্ভস্থ জলের স্রোত দেখতে। স্থানীয় বাসিন্দা রানা সিং জানান,”আমাদের জীবনে এরকম ঘটনা আগে কখনো দেখিনি” । আর এরকম স্বচ্ছ জলও আগে কখনো দেখেননি তারা। জলের এতটাই বেগ যে মাটির নিচে থেকে প্রায় 10 ফুট পর্যন্ত উপরে উঠছে। এই ঘটনার ফলে আপাতত বন্ধ রইল ফ্লাইওভার নির্মাণের কাজ ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর