গাইবান্ধার দারিয়াপুরে জমজমাট কোরবানির পশুর হাট।

 

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ হাটে প্রাধান্য পাচ্ছে স্থানীয় খামারের পালিত গরু ও ছাগল।
ঈদ আসতে আরো কয়েকদিন বাকি থাকলেও জমে উঠেছে দারিয়াপুর কোরবানির পশুর হাট।

করোনা ভাইরাস এর কারণে সকাল ১০ ঘটিকায় বাজার শুরু হয় এবং সন্ধ্যা ৬ টার মাঝে শেষ হয়।যদিও ক্রেতা বিক্রেতার মাঝে সামাজিক দুরুত্ব কিংবা মাস্ক পড়া না থাকলেও জমজমাট গরু ছাগলের হাট।

গাইবান্ধায় গরু ছাগল এর হাট গুলোর মাঝে দারিয়াপুরে হাট বেশ বড় এবং জনপ্রিয়।এই হাটে সূদূর বগুড়া,রংপুর,সিরাজগঞ্জ, নওগাঁ এমন কি ঢাকা থেকে ও ক্রেতার আগমন ঘটে।দারিয়াপুরের মঙ্গলবার ও শুক্রবার এই দুইদিন হাটট বসে।

২৪ জুলাই শুক্রবার দুপুর ২.০৫ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যাপক হারে কোরবানির পশু উঠেছে এবং বাজার বেশ জমে উঠেছে।

দারিয়াপুর হাট কর্তৃপক্ষ জানান, হাটের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

Latest articles

Related articles