ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার অভিযোগ, গ্রেপ্তার ছয়

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান, ২২ জুলাই: ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পিছু ধাওয়া করে ছয়জনকে ধরে ফেলে মন্তেস্বর থানার আধিকারিক সৈকত মন্ডলের নেতৃত্বে মন্তেস্বর থানার পুলিশ প্রশাসন।উদ্ধার হয়েছে ভোজালি, রোড, লাঠি, দড়ি, সহ ডাকাতির সরঞ্জাম।পুলিশ জানিয়েছে, ধৃত শ্রীকান্ত রায়, গৌর চন্দ্র রায়, জীবন হাজরা,মন্তেস্বর ব্লকে জামনা এলাকার বাসিন্দা।ধৃত প্রতীক দাস, ভীম দাসের বাড়ি মন্তেস্বর ব্লকে বামুনপুর এলাকায়।

আমিরুল খাঁনের বাড়ি মন্তেস্বর ব্লকে ঈশনা গ্রামে।
থানার সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রিতে মন্তেস্বর থানার পুলিশের টহলদাড়ি গাড়ি মালডাঙ্গা -মেমারি রোডে জয়রামপুর পুলের কাছে ওই দলটি কে দেখতে পায়। ধৃতদের আজ কালনা আদালতে পাঠানো হয়েছে।

Latest articles

Related articles