সরকারি কর্মচারীরা কথা না শুনলে বাঁশ পেটা করুন আগে,তাতেও কাজ না হলে আমার কাছে আসুন : গিরিরাজ সিং

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীরা যদি কথা না শুনে তাদেরকে বাঁশ পেটা করার নিদান দিলেন বিজেপি নেতা গিরিরাজ সিং। তার এই কথায় নেট মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

শনিবার বেগুসরাইয়ের(Begusarai) এক সভায় গিরিরাজ বলেন, ‘সাধারণ মানুষকে বলি ছোটখাটো ব্যাপার নিয়ে আপনারা আমার কাছে আসেন কেন? দেশের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিও, বিডিও সাধারণ মানুষের কথা শুনতে বাধ্য। তাদের সে জন্যই নিয়োগ করা হয়েছে। যদি তাঁরা আপনাদের কথা না শোনেন তাহলে দুহাতে বাঁশ তুলে ওদের মাথায় মারুন।’ গিরিরাজের ওই কথা শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা।

বরাবরই বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত গিরিরাজ(Giriraj singh)। কখনও কাশ্মীর নিয়ে, কখনও ৩৭০ ধারা, কখনও তালাক বিতর্ক নিয়ে খবরে এসেছেন এই বিজেপি সাংসদ। এদিন তিনি আরও বলেন, ওই বাঁশপেটার পরও যদি কোনও কাজ না হয় তাহলে জানবেন আমি আপনাদের পাশে রয়েছি। 

মুখ্যমন্ত্রী নোটিশ কুমার অবশ্য গিরিরাজের মন্তব্যে খুশি নন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও কেন বলেছে ওকেই জিজ্ঞাসা করুন। মারধোর করার কথাটা কি ঠিক? তবে তার অনেক বিরোধী সমালোচকরাও বর্তমানে তার এই মন্তব্যের প্রতি জানিয়েছেন নেট দুনিয়ায়। অনেকে বলেছেন, জনগণের অর্থে সরকার দ্বারা নিযুক্ত জনগণের সেবায় নিয়োজিত সরকারি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে অনেকাংশে প্রত্যাশিত ব্যবহার করেননি তাই মানুষ সরকারি কর্মচারী বিরোধী এই মন্তব্যকে অনেকাংশে সমর্থন করছেন। তবে সবাই যে একই রকম না তাই এমন মন্তব্য করা ঠিক না বলেও আওয়াজ তুলেছেন বহু মানুষ।

Latest articles

Related articles