হাইলাকান্দিতে বিনামূল্যে লালারস পরীক্ষা কেন্দ্র স্থাপন-স্বেচ্ছায় এগিয়ে আসতে আহ্বান জেলাশাসকের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200730-WA0017

জামিল হোসেন ৩০ জুলাই আসাম :করোনা সংক্রমণ প্রতিরোধে লক্ষে হাইলাকান্দি জেলার জনসাধারণের সুবিধার্থে শহরের নজরুল সদন প্রাঙ্গণে স্বাস্থ্য কর্মীরা বিনামূল্যে মানুষের লালারস সংগ্ৰহ করছেন পরীক্ষার জন্য। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা অবধি স্বাস্থ্য কর্মীরা নজরুল সদন প্রাঙ্গণে লালারস সংগ্ৰহ করা হবে ,তাই হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহাল কোভিদ-১৯ এর গনসংক্রমন রোধে সাধারণ জনগনকে আহ্বান জানিয়েছেন স্বেচ্ছায় নিজের এবং পরিবারের সবার মুখের লালারস সম্পূর্ণ বিনামূল্যে নজরুল সদন প্রাঙ্গণে এসে লালারস দিয়ে পরীক্ষা করিয়ে নিতে।তা ছাড়া জেলাশাসক জানিয়েছেন খুব শীঘ্রই জেলার বিভিন্ন স্থানে সোয়াব সংগ্ৰহ কেন্দ্র খুলা হবে। এতে গোটা সমাজের জনগণ সুরক্ষিত থাকবেন এবং হাইলাকান্দি জেলা ও খুব শীঘ্রই করোনা মুক্ত হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন জেলাশাসক। সঙ্গে এই বার্তাটি আপনার পরিচিত সবাইকে জানিয়ে দিতে আহ্বান জানান জেলাশাসক মেঘনিধি দাহাল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর