ফের হিঙ্গলগঞ্জ থেকে ভারসাম্যহীনকে বাড়ি ফেরালো হ্যাম রেডিও

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210108-WA0029

এনবিটিভি ডেস্ক, হিঙ্গলগঞ্জ: এই প্রথম নয়, আগেও একাধিক মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন হিঙ্গলগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যগণ ও হ্যাম রেডিওর যৌথ উদ্যোগ। আবারও হিঙ্গলগঞ্জ থেকে এক ভারসাম্যহীনকে মহারাষ্ট্রে বাড়ি ফেরালো হ্যাম রেডিও।

কয়েকদিন ধরেই বছর ষাটেকের এক বৃদ্ধকে হিঙ্গলগঞ্জের নদীর ধারে, কখনও মন্দিরে চত্বরে আবার কখনও বাজারে ঘোরাফেরা করতে থাকা ব্যক্তিটিকে দেখে বোঝা যায়, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ঘুরতে ঘুরতে হিঙ্গলগঞ্জ বাজারে চলে আসলে বাজার কমিটির নজরে পড়ে। বাজার কমিটির উদ্যোগে তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। জিজ্ঞাসাবাদ করলে আধো আধো দুর্বোধ্য ভাষায় কি যে বিড়বিড় করতেন, তাও বোঝা যেত না। বেশ কয়েকবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কথা বলানোর চেষ্টা করা হয় কিন্তু কোন তথ্য না পেয়ে অবশেষে বাজার কমিটি হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করেন। হ্যাম রেডিওর মাধ্যমে ওই ব্যক্তির ছবির তথ্য নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম সাখহরি, মহারাষ্ট্রেের আহমদনগরের জাভলকের বামন রোডে তার বাড়ি। এরপর ওই ব্যক্তির ছেলের সাথে যোগাযোগ করা হয়। বাবাকে নিতে মহারাষ্ট্র থেকে তারা হিঙ্গলগঞ্জ এর উদ্দেশ্যে পাড়ি দেন, ওই বাড়ির পরিবার আজ হিঙ্গলগঞ্জ পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস জানান” নতুন বছরে শুরুতে ওই ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা ভীষন খুশি।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর