এনবিটিভি ডেস্কঃ এবারে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি গলেন দেশের বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। এদিন বৃহস্পতিবারে গুরুগ্রামের মেদান্তা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় BJP-র সবচেয়ে চর্চিত মুখদের মধ্যে অন্যতম সম্বিত পাত্র। গত লোকসভা নির্বাচনে ওডিশার পুরী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৫ বছরের রাজনীতিক। তবে BJD প্রার্থীর কাছে পরাজিত হন সম্বিত পাত্র।
সম্প্রতি করোনা আক্রান্ত হন দিল্লি কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা। আপাতত নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন তিনি।